কাব্যজোনে মৃণাল বসুচৌধুরী

শালবনে
উদাসী সাপের পিঠে কেঁপেছিল অস্থির সময়
শূন্যতার ছায়া নিয়ে
শালবনে থেমেছিল বয়ঃসন্ধিকাল
শীতল নদীর স্বপ্নে স্মৃতিভ্রষ্ট বিষণ্ণ রাখাল
ভূমিকাবিহীন একা
শুয়েছিল নীল যন্ত্রণায়
তুমি যে আড়ালে আছো
সেখানে কি ধ্বনিময় সব মুহূর্তেরা
ভরা বাদরের জলে
সারাক্ষণ ভেসে যায় প্রমোদতরণী
সেখানে কি স্বপ্নে ভেজে সাঁকো
ঈশান কোণের আলো
তোমায় সুন্দরী করে আরও
সুখী শালবন আর
রক্তমাখা চোখের আগুন জানে
কীভাবে কখন
মেঘে মেঘে ঢেকেছিল গ্রহণের চাঁদ