কবিতায় বলরুমে দেবী অধিকারী

কোলাহল মুখর বর্ষা
বর্ষা মানে বৃষ্টি ঝরা আকাশ ধোয়া জল –
বর্ষা মানে বন্যা হওয়া জলের কোলাহল।।
বর্ষা মানে বৃষ্টি হওয়া মধুর কলতান
বর্ষা মানে ঝরে পড়া শব্দ পাতার গান।।
বর্ষা মানে বৃষ্টি ভেজা শুকনো গাছের ডাল
বর্ষা মানে রঙিন মনের বাউল গানের সকাল।।
বর্ষা মানে ফুল বাগিচায় রঙ বে রঙের ফুল
বর্ষা মানে মৌমাছিদের আম্রভরা মুকুল।।
বর্ষা মানে কাক ভেজা দিন রঙ বে রঙের ছাতা
বর্ষা মানে গা ভিজিয়ে উল্লাসে তে মাতা।।
বর্ষা মানে কবিদের কাব্যে লেখা দিন —
বর্ষা মানে উল্লাস ভরা কবিরা রঙিন।।
বর্ষা মানে আষাঢ় মাসের জগন্নাথের রথ
বর্ষা মানে মেঘের বাড়ি নামটা ইমারত।।
বর্ষা মানে ধোঁয়া ওঠা গরম চায়ে সুপ্রভাতের সকাল
বর্ষা মানে ভিজে যাওয়া তোমার আমার ভিক্টোরিয়ার
বিকেল।।
বর্ষা মানে কালো মেঘে অন্ধকারে ঢাকা —
বর্ষা মানে বৃষ্টি মুখর মনের গভীরতা।।
বর্ষা মানে তোমার চোখে আমার চেয়ে থাকা
বর্ষা মানে সবুজ দিয়ে অরণ্য কে ঢাকা।।