T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় মমতা ভৌমিক

লক্ষ্মী পুজো
কোজাগরীর চাঁদ উঠেছে দেখবি?
হলুদ বরণ থালার মতন চাঁদ উঠেছে দেখবি।
জ্যোৎস্নায় রাত যাচ্ছে ভেসে দেখবি?
আজকে না কি লক্ষ্মী আসে
পেঁচার পিঠে ভেসে ভেসে
উপোস করে উপাসনা করবি?
পাঁচালিটা পড়ব যখন মন দিয়ে তা শুনবি।
করজোড়ে ডাকব মা কে
সমৃদ্ধি আসুক ঘরে
ঘরে ঘরে হচ্ছে পুজো নাড়ু মোয়া পায়েস লুচি
শাঁখের আওয়াজ বছরকার এই একদিনই তো শুনবি!
সাজিয়েছি আজ তুলসী তলা
সাঁঝ নামতেই প্রদীপ জ্বালা
আল্পনা আঁক মেঝে জুড়ে
লক্ষ্মীর পা সিঁড়িঘরে
উলুধ্বনির সাথে সাথে
মন দিয়ে মা ডাকবি।
কোজাগরীর এমন রাতে
সবাই মিলে জাগবি?
মা লক্ষ্মীকে ডাকবি
সবাই ভক্তি ভরে ডাকবি।
দু চোখ বুজে করজোড়ে
মাকে শুধুই ডাকবি।
তোরা সিঁদুর সাজে আলতা পায়ে
ঘরের লক্ষ্মী সাজবি আর মা লক্ষ্মীকে ডাকবি।