মণিশঙ্কর বিশ্বাসের কবিতা

মেঘ
আজ স্মরণে এসেছে রক্ত কুরুবক
মাঠে ওই রাঙা রোদ বাঁশিতে জড়ানো মালা।
নিশ্চূপ ধানের শীষে একটি প্রচ্ছন্ন প্রজাপতি—
এই কূটাভাষ প্রায় আত্মজিজ্ঞাসার।
যেন এখন স্বরূপ দেখার সময়—
যেন দৃশ্য বলে দেবে কীভাবে রাখাল ছেলে
ফিরে যাবে গৃহে
মন্দিরের গর্ভগৃহ হতে পোড়া-মাটির বিগ্রহ দেখে
তাহার সন্তান আজ তাহার হাতের
ঐ বাহিরে খেলা করে।