T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন মমতা ভৌমিক

পলাশ রঙীন
একটু পলাশ একটু আবীর বসন্ত দিন রাঙা
ও নন্দলাল এবারে তোর রাধিকার মান ভাঙ্গা
লালের আগুন লালের আবীর লাগুক সবার মনে
রক্তপলাশ আবীর রাঙাক প্রেমকে সংগোপনে
পিচকারি তোর ভিজিয়ে দেবে রাধার অভিমান
হাসবে খেলবে নাচবে রাধা খুশিতে দিনমান
চায় তো সবাই রাখতে ধরে হোলির এ রঙ বুকে
সময় যদি এগিয়েও যায় নন্দ- রাধারা থাক সুখে।