খোকন আমায় তোর বাবা ছেড়ে যাবার পর,
তোকে নিয়ে হন্যে হয়ে খুঁজেছিলাম একটা ঘর।
অনেক সংগ্রাম অনেক লাঞ্ছনা সয়ে,
একটা ছোট্ট ঘরে উঠেছিলাম তোকে বুকে নিয়ে।
একটাই স্বপ্ন চোখে ছিলো করব তোকে মানুষ,
তোর হাত ধরেই জীবনে আমার আসবে নুতন প্রত্যুষ।
কাপড় সেলাই, ছাত্র পড়িয়ে মানুষ করেছিলাম তোকে,
বুঝেনি তখন মিথ্যে স্বপ্নের মোহ ছিল আমার চোখে।
বড়ো হলি ,নাম করলি ছেড়ে গেলি এই হতভাগিনী মাকে,
মায়ের থেকে মুল্য দিলি ঐ পরের বাড়ির মেয়েকে।
ভেবেছিলাম বড়ো হয়ে এই ঘরটা থেকে নিয়ে যাবি আমায়,
খোকন রে তোর এই মায়ের খবর নেবার নেইকো কোনো সময়।
ভুলেই গেছিস আমি একজন হতভাগিনী সর্বহারা মা,
তুই ছিলিস এই মহিলার বেঁচে থাকার একমাত্র প্রেরনা।
হায় ভগবান বোকা আমি বুঝেনি কোনো দিন
অমানুষ তুই তাই তোর ছিলো না মাতৃঋন।
তবুও আজো বসে আছি তোর পথ চেয়ে,
আসবি তো খোকন এই হতভাগিনীর মৃত্যু খবর পেয়ে?