আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মমতা ভৌমিক

একুশের হাল
তোমার একুশ আমার একুশ সবার একুশ কই
বাংলা ভাষা ভুলছে শহর দেখছ না কি সই
যতই বলো বাংলা ভাষা আমার সুখ ও স্বপন
করেছ কি আগামীতে তাহার চারা বপন
তোমার ঘরে আমার ঘরে বাড়ছে যারা রোজই
একুশটা কি ফেব্রুয়ারির রাখে না তার খোঁজই
মাতৃভাষার মর্ম যদি না শেখাতে পারো
সাহিত্যের এই সম্ভার কি লাগবে কাজে কারো
একুশ কারা পালন করে ফেব্রুয়ারি মাসে
বিস্মিত সব অত্যাধুনিক, ওদের কি যায় আসে
সখী রে তোর কানে কানে গোপন কথা কই
বাংলা ভাষা ভুলছে শহর লিখবি তবু বই?