T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মধুমিতা ভট্টাচার্য

আমার উমা
আমার উমা
কাশফুলের দলে
রাঙ্গাপা ফেলে
লক্ষ হাজারে
সূর্য নিয়ে হাঁটে…
কখনো হাতে পদ্মফুলে
ত্রিনয়নে কপাল ফোঁটে।
আমার উমা কখনো আবার
কাশফুলের দলে
অপুকে নিয়ে,
ঝিনুকের খোলে
মুক্ত হেসে
কুঝিকঝিক প্রথম দেখে।
উমা এলো দুগ্গা এলো…..
মাদুর্গা! অ…দুর্গা!
আমার উমা সাড়া দিয়ে দেয়,
দুর্গা নামের ডাকে।