কবিতায় মঞ্জীর বাগ

পলাশ প্রিয়
পাতা জাগবে বলে অপেক্ষায় থাকি,
প্রিয় পলাশ..
স্বপ্নেরা ওড়াউড়ি করে রঙ ঠোঁটে
ছেড়ে যাওয়া গানে শীতের ধুসরতা
আঙুল ছুঁয়ে আবার বসন্তের আভাষ
ভালোবাসা ঋতুচক্রের লেখা,
রেখা আঁকে ভাঙাগড়ার গান,
ওপারে বসে জলের আলো রেখা,
স্বপ্নে জেগে ঘুমিয়ে পড়ার গান…
ভালোবাসা মরে না,হারায় না কখনও
জেগে ওঠে,পলাশ যখন ফোটে।