হৈচৈ কবিতায় মানসী বন্দ্যোপাধ্যায়

বসন্ত সহবাস
বসন্ত গুটি গুটি পায়ে এসে আরামকেদারায়
দোল খায়।
সুন্দর তার পাশে এসে বসে গোলাপ বাগানে
ফুল ফোটায়।
সাতরঙা ফুল পলাশ শিমুল, হাতছানি দেয়
রঙিন ইশারায়।
ফাগুন এলে সুন্দর হাসে মহুয়া ফুলের মাতাল সুবাসে,
সরষে ক্ষেতে কাঁপন লাগায় সুখ পাখিটার
হলুদ বসন ।
বসন্ত সুখ চুমু দিল যেই লাজে রাঙা মুখ ঐ
কৃষ্ণচূড়ার
দিগন্ত ভরা ফুল ফাগুণে সুন্দরের সঙ্গে করে
সহবাস।
দুঃখ এসে ঘুর ঘুর করে মাদল বাজে কোন্
দূর গাঁয়ে।
শীতলপাটি বিছিয়ে রাখে সুন্দর মন আকাশ আঙ্গিনায়।
মন জোছনায় ভিজিয়ে আঁচল সুন্দর স্বর্ণালী
সুরে গান গায়।
সুন্দর এলে সত্য নাচে, তা থৈ তা থৈ বন্যা।
এসো সুন্দর আলো ভরে দাও সবার মনে
বাসন্তী রঙ ঝর্ণা ।