T3 || ঘুড়ি || সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়

আশায়
সেই কবে যেন ইচ্ছে ডানার
সুতোয় লেখা নরম কাগজ নাম
উড়িয়ে দিয়ে দামোদরের চরে
তোমার সাথে নকশা রঙিন উড়ান ।
আলগা লাটাই মেঘের ফ্ল্যাটে চিঠি
কখনো ডায়ে কখনো বাঁয়ে দুলতে দুলতে
কোন সুদূরে পারি
তারার দেশে
তারারা গিয়েছে ফিরে
খুঁজে পেতে অখণ্ড ঘরের চাবি
কখন ভোকাট্টা হবে আশায়
এখনো আমি উড়িয়ে যাচ্ছি ঘুড়ি. ।