T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
রস
যতই ভেবেছি এরিয়ে চলে যাব
ছুঁয়েই দেখবোনা আর
তবুও উঠোন জুড়ে নরম হয়ে এলে বয়সী রোদ
খেজুড় গাছে বাঁধা হাঁড়ির দিকে
চলে যাবেই চোখ
এ সময় বড়ো বেশি রসের
যতই ভেবেছি ঘাটের কাছাকাছি যাবনা আর
তবুও সাইকেলে মাটির কলসি ঝুলিয়ে
হেঁকে যাবেই গুড় চাই গুড়
সারা দুপুর
কুয়াশা ,খেজুর পাতা পোড়ানো ধূম
মিলেমিশে আড়ালে আড়ালে
শিউলি মেয়ে পাতা কাটে জ্বাল দেবে ভিয়েনে
না না করেও উঠে গেলাম বাঁধে
বন আর বন কাঁটায় কাঁটায় জেরবার
ফাঁকে দেখি নামিয়ে রেখেছে
রসের হাঁড়ি অপেক্ষায়
হারিয়ে যেতে বসা খরস্রোতা নদী