কবিতায় মৌ বিশ্বাস

ঘুঙুর
তোর মহাভারত যুগের অভিশাপ,
এক পবিত্র আত্মার আগমনে,
এক পাও নাচতে পারবি না তুই।
ঘুঙুর, নিজেকে অনেক দামি ভাবিস তো?
অথচ সেই আদি কালের পাপ,
আজও বহন করে চলেছিস।
যেমন করে নদী তার কলঙ্ক
বহন করে,বন্যায় কেড়ে নেয় প্রাণ।
তোর প্রিয় দুখানি পা অচল হয়ে যায়,
নতুন এক খুশির ছন্দে।
কয়েক বছরের জন্য ওই পা দুখানি
তোকে ভুলেই যাবে।
প্রাণীর আদিম আত্মা
যেমন ভুলে যায় স্বভাব বশতো।
ঠিক তেমনি –
একটি ফুল যেমন ফল হতে হতে
একটি মৌমাছিকে ভুলে যায়।
ঠিক তেমনি –