T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় মমতা ভৌমিক

কবি…
তোমাকে অনেকদিন দেখিনি
মানুষের ভিড়ে আলাদা করে নজর কাড়ো !
হলের জনতার মাঝে উদাস চোখে কিছু ভাবছ
অথবা
চকচকে দুচোখ ঠিকরে বেরিয়ে আসছে প্রতিবাদ।
তোমাকে অনেকদিন দেখিনি
পাঞ্জাবীর আস্তিনে গোটানো কবিত্বের অহংকার
মাতৃভাষাকে ধরে রেখেছ উঁচু কলারে!
কোথাও আছো নিশ্চয়ই
জেগে থেকো জাগিয়ে রেখো।
আর যারা ঘুমিয়ে থাকতে চায়, ঘুমাক
কবি ঘুমিয়ে পড়লে কলম চালাবে কে?
কে কাটবে আঁচড়
ক্ষতবিক্ষত অথচ ঘুমন্ত সমাজের বুকে?