T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মলয় বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
শাল জঙ্গলের সামনে
দাঁড়িয়ে অদিতি চোখ তুলে তাকালে
ভেসে ওঠে জলছবির মতো একটা সকাল। পাতার ফাঁকে ফাঁকে দেখা যায় দোয়েল। কালো পিচ্ রাস্তাতেও দুলে ওঠে মরীচিকা তুমি তার মানে কি করে
জানবে। একথা তো শাল ফুল ঝরে পড়ার মতো কানে কানে কেও বলে,
কিভাবে আমি দ্রুত কলম চালিয়ে দেওয়ালের গায়ে লিখে নিই পরকীয়া কাব্য , খুব কি জটিল হলো মনে হলো কি কথা যেন রয়ে গেলো বাকি ছোঁয়াই হলো না চূড়ায় কৃষ্ণা ফুল , ঠিকই তুমিও তাহলে এক অনিকেত ,ভালোবেসেছিলে অনাবিল, যেমন মাটিকে বৃষ্টি।