কবিতায় মমতা ভৌমিক

একরত্তি
আমি তো কাছে আসিইনি
তোমাকে ভালো বাসিইনি
তুমি যা ভাবছ সবটা ভুল
সত্যি না মোটেও একচুল
আমি চোখ টিপে হাসিইনি
একটুও ভালো বাসিইনি
আমার এখন কত যে কাজ
নেই কি লজ্জা শরম লাজ
ডাকলেই হলো যাবই না
প্যাঁচপয়জারে ফাঁসছি না
আড়চোখে আমি দেখিইনি
মোটেই না, ভালো বাসিইনি।