ক্যাফে কাব্যে মাধুরী বিশ্বাস

একটা বই চেয়েছিলাম
একটা বই চেয়েছিলাম তোমার কাছে,
গল্পের বই।
নদীর বালুচরে হাতে হাত ধরে,
গোধূলির রক্তিম সূর্যটা ছুঁয়ে আসার গল্প।
পাহাড়ের গা ঘেঁষে চা বাগানের সুগন্ধ মাখা গল্প।
তোমার জীর্ণ ভাঙা বুকটা পাহাড় করে,
আমার মেঘ হওয়ার গল্প।
তোমার স্রোতে গা ভাসিয়ে আমার নদী হওয়ার গল্প।
স্বপ্ন দেখালে নদী, সাগর, মহা সমুদ্রের,
শেষে বৃষ্টি করে রেখে দিলে।
আমি গল্প চেয়েছিলাম,
তুমি কবিতা ধরিয়ে দিলে।
ভালোবাসার মতো ভালো লেগেছিল তোমাকে
বিশ্বাস কর, আর কাউকে ভালো লাগে না।
কিছুই ভালো লাগে না, তোমাকেও না।
আমি এখন শুকনো নদীর তপ্ত বালুচরে বসে দেখি ,
যে বনলতা তোমার কাছে গল্প চেয়ে বসে,
তার হাতে রেখে দাও কবিতা।
তুমি এক চিরন্তন প্রেমের জীবন্ত কবিতা।
আমি চেয়েছিলাম গল্পের বই।