কবিতায় মোঃ আব্দুল রহমান

বেদনার ঝুমঝুমি
মনটা যেন একটি বাদ্যযন্ত্র
কেউ না কেউ বাজিয়ে চলে রাত-দিন
বাজতে না চাইলেও বাজায়
কেউ শোনে না
কেউ কখনো বোঝেই না তার অনুভূতি
বিষাদের ছন্দে ছন্দে বাজায়
বাজাতে পারলে যেন ওরা সুখ খুঁজে পায়
শুষ্ক হৃদয় তবুও বাজাতেই চায়
শুধু দুখের সুর তোলে — কখনো তিক্ত শোকগাঁথা
আবার গাঢ় লালচে রিমিক্স
সুখের সুর কি? সে জানে না
একটি শরীর মিলেছে একটি আত্মায়-
সে গেঁথেছে নিজের সুরে একটি বীণায় প্রাণ
ঝুম ঝুম করে বেজে চলে একান্তে
একেবারে নির্জনে, নিশীথে
তার নাম দিয়েছে সবাই — বেদনার ঝুমঝুমি।