কবিতায় মোঃ আব্দুল রহমান

ব্রেক আপ
মাখামাখি প্রেম
টায়ার আর টিউবের সম্পর্কে
পেরেক হানে, ক্ষত বিক্ষত
একই দেহে দুটি প্রাণ— চাকা আর ঘোরে না।
বদলে গেল আবহাওয়া
পাল্টে গেল ব্যাকুলতার জলবায়ু
কঁচুপাতা আর জলের সম্পর্ক
অদ্ভূত প্রেমের স্থায়িত্ব!
এপাশ ওপাশ প্রেম গড়াগড়ি খায়
মুহূর্ত ঝুলছে শূন্যে
ব্রেক আপের দরজায়!