কবিতায় মোঃ আব্দুল রহমান

কাঁটা
রাস্তায় হাঁটা একেবারে মুশকিল
কাঁটা ফুঁটছে পায়ে!
অসহ্য যন্ত্রনা, তবুও হাঁটছি, হেঁটেই চলেছি
অদৃশ্য কাঁটা বিঁধছে হৃদে
অগণিত যন্ত্রনা যা চাপা পড়ে ডুকরে ডুকরে ওঠে
অন্তঃস্থলে মরণ, তবুও বাঁচতে চাই
এ কাঁটা যেন মরণ ব্যাধি
অসম্প্রীতির কাঁটা — টুকরো টুকরো করে ভাঙে
অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ
সকল বন্ধুত্বের হাত ছিঁড়ে ও চিরে যায়
একই রক্ত, রঙও তার একই
কোনো ভিন্ন পরিচয় নেই, তবুও অগণিত কাঁটা
বলো, তবে এখন বাঁচি কেমন করে?
কাঁটা ফুঁটেছে ঐ মানবতার ঘরে যদিও
সাদা শামিয়ানায় বিছানো তার বিছানা একই রক্তে।