T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় মারুফ আহমেদ নয়ন

মেঘহও মাছরাঙ্গার কবিতা
তোমার প্রেমের কাছে আমি শিশু স্বভাব। কেবল বাহানা বাড়ায়। তুমি পতঙ্গভুক ভেনাস ফ্লাইট্র্যাপ করে রাখো শিকারের আয়োজন। আমার পতঙ্গজন্ম তোমার নাভী পদ্মে হাবুডুবু খায়। যদিও আমি এক মেঘহও মাছরাঙ্গা, উড়াউড়ি করি লেকের স্বচ্ছ জলের কিনারে। মৎস্য শিকার তো বাহানা মাত্র! রহস্যের ঝালরে মুড়িয়ে তোমাকে চাই।
আর প্রজনন মৌসুমে পীউ পীউ শব্দে ডেকে উঠি অবিরাম। নিকটে এসো সখী, দূরত্ব কি তোমাকে মানায়! এই যে মূূর্খতা নিয়ে যাচ্ছি পুড়ে, দাউ দাউ আগুনের পর্বত। যেন এভাবে নরকের নদীতে বহে গলিত লাভা স্রোত। তেমনি তুমি আমারে না বাসলে ভালো আমার হয়ে যায় নরক দর্শন।
লিখি, আমারে এই চিরহরিৎ বনভূমি করে রাখে উন্মাদ। তোমার শরীর গোপন সিন্ধুকের নকশা। আমার দস্যু হতে সাধ জাগে। পিঁপড়েরা পাতার টুকরো ঠোঁটে করে তুলে নেয় ঘরে৷ শ্যাওলার ভূমিতে ফলায় ব্রোমাটিয়া। জানো তো, মানুষের বহুপূর্বে জেনেছে কৃষিকাজ, পাতাকাটা পিঁপড়েরা।