কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জল (গুচ্ছ কবিতা)

ক্ষুদে বার্তায় তুমি
৩.
মনের চোখে লিখেছি তোমাকে
নিয়ে,
তোমার শারীরিক সৌন্দর্যের
মায়াবী ভাব আছে, তাই
আবারও লিখবো
যতদিন হৃদয় হন্য হয়ে
তোমারই পথচলা দৃষ্টি নন্দন
থাকবে!!
৪
হৃদয় ছুতে শরীরের
অংগসমূহের দরকার হয় না,
অনুভবে পরিবর্তন হয়,
কাচ ভেঙে যায়, অনুভবে নদী
নালা,খালবিল, গাছপালা,
আকাশ-বাতাস সবখানে খানে
দেখা যায় যেমনটি দেখি আমি
অফুরন্ত রূপ-যৌবন কথা
স্পর্শে হৃদয়ের সদাসর্বদা তুমি।।