কবিতায় পদ্মা-যমুনা তে মাহফুজ আল-হোসেন

চতুরঙ্গ
মুখাপেক্ষী লু হাওয়ায় কারো কারো মৃগনাভী কাব্যফুল লকলকিয়ে উঠছে বুলন্দ বুর্জ খালিফার ঝুল বারান্দায়
ল্যাপটপে মুখগুঁজে বিপ্রদাস পিপলাই চাইলেই পারেন কাটিয়ে দিতে ত্রিবেণী সঙ্গমে চাঁদসওদাগরের বজরায়
সিসিফাসের কফিশপে বসে আলবেয়ার ক্যামু ভাবছেন ক্যারেনের চারটুকরো সদ্ভাবনা সনদের জুড়ন প্রক্রিয়া
আর চা -চাপানো গরমে জমে উঠেছে সিরামিক লেকে স্নানরত ব্র্যাঘ্র বনাম চিত্রল হরিণের এনট্রপি ডায়ালগ