কবিতায় পদ্মা-যমুনা তে আলতাফ হোসেন উজ্জ্বল
by
·
Published
· Updated
আমার ফাল্গুনী
ভাবনার প্রতিফলন ঘটেছে তাই,
হৃদয়ের গহীনে লুক্কায়িত ক্ষন গননা,
সদাসক্রিয় হৃদয়ে রোমাঞ্চ বুঝি
এঘরেই কোথাও প্রিয়া!
একটি হা-ই অফুরন্ত ভালবাসার বন্ধনে
প্রস্ফুটন ঘটে, তর্জনীগুলো
ম্যাসেঞ্জারে;
ভালো লাগার, ভালোবাসার উৎস হতে
না বলা অংশের অবিচ্ছেদ্য অংশ তুমি।
বকুল ফুলে সৃতিচারণ তুমি
অরন্যময় শস্য শ্যামলায়
সৃষ্টির অনবদ্য রহস্যময়!
আমারও নির্ভরতায় তুমি
প্রত্যাশার ভুমিকাটি
আদি অনতিদূর ভবিষ্যতের মৃয়মান
অহরহ সদাসক্রিয়
অনবদ্য কবিতায় নিস্ক্রিয় তুমি ;
পহেলা ফাল্গুনে বহুরুপে তুমি আবারও
কোন একটা ছোট তিলক তোমার জন্য
আমার শুভেচ্ছা!!!