কবিতায় পদ্মা- যমুনা -তে মাহফুজ আল-হোসেন

সুহাসিনীর অলোকস্পর্শী শুভদৃষ্টি
নীরবতার নীল খামে বন্দি
প্রগাঢ় মর্মবেদনার যে শুকনো গোলাপকুঁড়ি
আর অনতি অতীতের
কুয়াশাকীর্ণ যে দীঘল দীর্ঘশ্বাস
বলো সাধ্য কী তার
রুখবে এই জোৎস্নাপ্লাবিত দন্তকৌমুদী হাসি;
আমার অন্তরের অন্তঃপুরে
প্রোথিত বিশ্বাসের যে শ্বাসমূল
ইস্পাতদৃঢ় নবায়িত প্রত্যয় তার :
সুহাসিনীর এই অলোকস্পর্শী শুভদৃষ্টি
সুকোমল শুশ্রুষা হবে
যাবতীয় জাগতিক দুঃখযন্ত্রণার;
অধিকন্তু , স্বাভাবিক সারল্যের এই উদ্ভাসিত মুখভঙ্গি
জানি বীরদর্পে লড়াই করে যাবে আমৃত্যু–
মানুষে মানুষে আরোপিত বৈষম্য,
বহুজাতিক সংঘপুঁজির বাজারী বেসাতি,
একপাক্ষিক দেহলিপ্সা
আর ক্ষমতায়িত বলাৎকারের প্রবল প্রতিপক্ষ রূপে