|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় মাহফুজ আল-হোসেন

এক প্যাকেট কবিতা ও একটি গোলাপ
প্রিয়জন তোমার জন্য এক প্যাকেট কবিতা এবং একটি গোলাপ পাঠিয়েছিলাম ডাকে ;
আজ সেগুলো ফেরত পেলাম ‘অবিলিকৃত’
কারণ হলো প্রাপক নাকি এখন বিদেশে থাকে।
কবিতাগুলো বোধহয় বাসি হয়ে যায়নি
যেহেতু আটপৌরে শব্দগুলোর ওঠাবসা আছে জনভাষে;
গোলাপের পাপড়িগুলো শুকিয়ে হয়েছে কালচে বিবর্ণ ও গন্ধহীন,
তাই কেউ আর তুলে নেবেনা ভালোবেসে…