কবিতায় পদ্মা-যমুনা তে মহম্মদ আলতাফ হোসেন

দিব্যচক্ষুর রসাতলে
বিজ্ঞাপন তুমি একটা
ভোজেরবাজী,
লাগাও যেন ভেলকিবাজী,
তাইতো তুমি উড়নচণ্ডী,
এ-ই কর্মতে সর্বসেরা
রাজনীতি যাদের আত্মায় বন্দী ;
কিন্তু তাদের পন্যসামগ্রী
সদাসর্বদা মুখের বুলি,
তা-ই তো তারা সর্বজনে,
ঘুরেফিরে করে চাটুকারিতার
রাজনীতি !
আহারে! মেধাবী সব শিক্ষিত জন,
করছে সবে মোসাহেবী ;
বসে নেই সাধুসঙ্গ,
যৌথ পারফর্মেন্স কানামাছি।
কোনটা ডারউইন, কোনটা সেবাশ্রম!
আদিকবি না নিধারুনকবি
সঙ্গে দোষে,
দুষ্ট শক্তি না মিত্রশক্তি,
বলাবাহুল্য কোনটা ডারউইন
কোনটা সত্যিই !
ভুল-ভ্রান্তির ভূমন্ডলে
দিব্যচক্ষুর রসাতলে,
নৃপতি আদেশ সদাসক্রিয়,
পালনে যেন নেই কমতি।