কবিতায় পদ্মা-যমুনা তে মহম্মদ আলতাফ হোসেন

আমার স্বপ্ন জলধারায়
তোমার চোখের নীল পদ্ম,
জেগে আছে আমার স্বপ্ন ভুবন।
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি
তোমার কন্ঠস্বর, আমার হৃদয়ে প্রতিধ্বনি।
মেঘের স্বরে কান্না শুনে
উথলে ওঠে হৃদয়ের সাইরেন ,
ভালোবাসার মুগ্ধতায়
তোমারই অদৃশ্য চিরন্তন ঠোঁটের হাসি!
আমার হৃদয় ক্যানভাসে জুড়ে,
তুমি যেন আমারি অপূর্ব সৃষ্টি.!