কবিতায় মনোজ আচার্য

দুঃখের কোনও রং নেই
মেঘের কোল ছেড়ে বৃষ্টির বিচ্ছেদে
মেঘের বুকে যে বিষাদের উদ্রেক হয়
তার রঙ ধূসর
সবার অলক্ষ্যে তোর বুকে যে চাপানউতোর যন্ত্রণা
তার রঙও ধূসর
তুই যে লাল রংয়ের দুঃখের কথা বলিস
সেটা আসলে দুঃখ নয়
দুঃখের কোনও রঙ নেই জানিস?
দুমড়ে মুচড়ে দেওয়া গুঁড়ো গুঁড়ো আর এলোমেলো বিবর্ণ
অনুভূতিই হলো দুঃখ
তুই যে লাল রংয়ের গল্প বলিস সেটা
ছাই চাপা আগুনের মতো বুকের ভেতরের
সমস্ত প্রকোষ্ঠগুলোর পোড়া অবশিষ্টাংশ হবে।
বুকের ভেতরটা খা খা করে
ঠোঁটের কোণায় যে হাসিটা তুই হাসিস
সেখানে প্রকান্ড কষ্টের ওপর গোলাপী প্রলেপ হতে পারে
সবাই তোকে লাবণ্য বলে ভুল করে
মনের সঙ্গে মন জুড়েছি বলেই
এতটা তোকে দেখতে পাই
যন্ত্রণা আছে বলেই…
প্রেম এত সুখের হয়।