T3 || শক্তি চট্টোপাধ্যায় || স্মরণে মনিরুজ্জামান

কবিতা মুনাজাত

প্রেম-ভালোবাসা মায়া-কান্না
এগুলো লিখে কি লাভ ?
ইসলামিক দৃষ্টিতে হিসেব করিলে
কতই না করছি পাপ ।

আমরা যখন দুনিয়া থেকে
হব চির বিদায়,
সেই দিন কিন্তু সৃষ্টি কর্তা
করিবে হিসেব আদায় ।

না জেনে,না বুঝ
কত করছি পাপ,
হে আমাদের রব তুমি
করিও বান্ধাদের মাপ ।

আসুন সবাই দু’হাত তুলে
করি মুনাজাত,
ভালো কাজের ফসল স্বরুপ
পাই যেন জান্নাত ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।