প্রবাসী ছন্দে মনিরুজ্জামান (বাংলাদেশ)

বাবাকে ভালোবাসি 

মায়ের কথা লিখতে গেলে
বাবার কথাই লিখি,
বাবার কথা মনে হলে
ভিজে আমার আঁখি ।

হিমেল হাওয়া শীতের রাতে
কষ্ট করেছে কত,
তবুও বাবা রাগ করেনি
ধর্য্য ধরেছে শত ।

বাবা দিতেন বটগাছের মত
শান্ত শিতল ছায়া,
শত দুঃখের মাঝেও বাবা
করিতেন আমাকে মায়া ।

বাবার মত এই ধরনীতে
আর কেহ নাই,
চাচা,মামা,খালু বলো
বাবার তুলনায় ছাই ।

বাবার জন্য মনটা আমার
কাঁদে দিবা-নিশি,
বাবাকে যে আজোও আমি
বড্ড ভালোবাসি ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।