জয় মা শ্রী সরস্বতী দেবী!
বাঙালী, ঘরে ঘরে ঘরে তোমায় সেবী;
তুমি শ্বেতা-পবিত্রা-হোলি।
দিই তোমায় অঞ্জলি।
তোমার দেওয়া বিদ্যা নিয়ে সারা বিশ্বে চলি।
যত সৃষ্টি আমার, তুমি তা সকলই।
ইউ আর মম, আমি তোমার চির বেবী।
সম্পর্কটি আমাদের হেভী।
তোমার অনন্ত দানে
কাব্যিক রসের বন্যা আসে আমার প্রাণে।
তুমিই আমার সাধনা, আমার অন্তর।
তুমিই আমার সকল দেহ যন্তর।
তুমিই আমার বেঁচে থাকার মন্তর।
আমার এ মন, সে তো মন তোর।