বহমান স্রোতের মতো বয়ে
চলেছে আমাদের জীবন
পুরাতনকে ভুলে জানাই
হ্যাপি নিউ ইয়ারের সাদর সম্ভাষণ।
আজ নতুন দিনের নতুন সূর্য
নতুন প্রভাত এলো
পুরাতন সাল পাড়ি দিয়ে
এলো দুই হাজার ঊনিশ।
হৃদয়ে ছড়াবে আগামী দিনের
নতুন উদ্দীপনা
বিগত দিনের ব্যর্থতা দিবে নিদারুণ হানা
প্রত্যয়,আশা,ভালোবাসা,আবেগ,অনুভূতি
মান,অভিমান,সংশয়,দুঃখ,বেদনা,ঘাতি,
পাড়ি দিতে হবে সবাই এক হয়ে সাথী।
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আসা
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা
হানাহানি ভেদাভেদ সব কিছু ভুলি
আসো সবাই মিলেমিশে হাতে হাত রাখি।
নতুন বছর এলো,এলো 2021
স্বাগত জানাই তাকে
হ্যাপি নিউ ইয়ার,হ্যাপি নিউ ইয়ার।।