আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ মানালি

বাধ্য
প্রতিদিন চায়ের দোকানে ঝিমোতে ঝিমোতে
সুখবাজার পত্রিকা পড়তে থাকা বৃদ্ধের চোখটা
সবার বেখেয়ালে
একবার দপ করে জ্বলে ওঠে;
নেতাদের বেইমানি।
এক যুবক বিপ্লবের স্বপ্ন দেখেছিল।
আদর্শের পথে বাঁচতে চেয়েছিল।
অমলকান্তি পড়ে ভেবেছিল অমলকান্তি যা পারেনি, সে পারবে।
খিদে আর অসহায় পরিবারের কাছে এসে হেরে যাওয়া।
যে ছেলেটা বাবার মতামতকে নিজের বলে মেনে নিয়েছে, সে ভাবে,
তার ভাই বোনেরা যেনো তার থেকে সাহসী হয়।
ঠুলি পড়া চোখের আগুন আগের মতোই নিভে আসে।
বাজারের কোলাহলেও ঝিমোতে থাকে বাধ্য চোখ দুটি।