T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় মধুরিমা

অবেলায়
এ শহরের অলি গলি যখন প্রেমের গন্ধে মিশে যায়
চোখ ধাঁধিয়ে যায় নিয়ন আলোর রোশনায়,
আমি তখন লিখতে বসি।
বিচ্ছেদের বয়স কখনো কখনো সম্পর্কের বয়সকে ছোঁয়াছুঁয়ি খেলার বুড়ি ছুঁ’র মতো ছুঁয়েই চলে যায়,
বস্তা ভর্তি আবর্জনার মতো গ্যালারি জুড়ে কিছু ছবি!
এত শব্দের মধ্যেও, আমি একটা গোঙানি’র শব্দ শুনি
আমার ভেঙে যাওয়া আমিটা যখন ভীষণ গোঙরায়
আমি তখন আমার মৃত শরীরেই ভালোবাসা খুঁজি।
এ শহরে, হাতে হাত রেখে পুজো শুরু হয় আর ঠিক বিসর্জনের মতোই নিমেষেই মানুষ মানুষকে ভুলে যায়,
এ শহরে যখন মানুষের ভীড়েই মানুষ হারিয়ে যায়-
অবেলায় তখন আমি কবিতা নিয়ে বসি;
লিখতে শুরু করি।