ক্যাফে কাব্যে লীনা সাহা

বাদামি বিষন্নতা
ঠিক উপুড় হওয়া ভাজ খোলা বই যেন।
উল্টো করে তুলে ধরো, জল …. শুধু জল।
মেঘকুয়াশার গা ঘেষে ভেজা ললাটে ঠেসে ধরা মুখ।
তারথেকে ফোঁটা ফোঁটা কষ ক্রমশ বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে গভীরে।
ফাটলের গায়ে বাদামি বিষন্নতা যত, রাত বাড়লে পায়ের কাছে গুড়ি মেরে বসে।
আমি যত্ন করে মাথায় হাত বুলিয়ে দিই।
ওরা আমায় গল্প বলে, গল্প
দ্রৌপদীর গল্প, বিসর্জন ঘাটে জলে ভেজা কাঠামোর গল্প।
যতোখানি সরে দাঁড়ালে ছায়া পড়ে না ঠিক ততখানিই বরাদ্দ থাক।
এসো দূরত্ব খুঁজে দেখি