কবিতায় পদ্মা-যমুনা তে লুৎফুন নাহার লোপা by · Published July 2, 2021 · Updated July 2, 2021 বুনন কখনো কখনো একটি পাখির বাসা বুনতে বুনতে ভোর হয়ে যায়, কখনো আভাসহীন ঝরে পরে বৃষ্টি। বৃক্ষের বুক থেকে খসে পড়ে প্রতিটি পাতা একেকটি জীবনের মত, পাখির ডানায় জমে থাকে প্রেম সময় হয়ে উঠে ভালোবাসা। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love