ধলেশ্বরীর অন্য ধারায় ভ্রমণ কাহিনী তে লোকমান হোসেন পলা

মক্কা জাদুঘর মুসলিম ঐতিহ্যের অপরূপ নিদর্শন
মুসলিম ঐতিহ্যের অপরূপ নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। মক্কা জাদুঘরে মুসলমানদের ঐতিহ্যবাহী স্থান মক্কা-মদিনার কিছু ছবি সংরক্ষিত রয়েছে। হজে বা ভ্রমণে গেলে ঘুরে দেখতে পারেন মক্কা জাদুঘর। সেখানে দেখতে পাবেন ছবিগুলো।
কাবা শরিফের কাছেই মক্কা জাদুঘর। এতে প্রবেশ করতে কোনো চার্জ দিতে হয় না। মক্কা জাদুঘরের দরজা সবার জন্য উন্মুক্ত।
এ জাদুঘরে আছে সৌদি আরবের ইতিহাস আর ঐতিহ্য। দেখতে পারবেন সেখানকার পোশাক-পরিচ্ছদ, আসবাবপত্র, বাদ্যযন্ত্র ইত্যাদি।
পানির কূপ জমজম এবং জমজম কূপ থেকে পানি তোলার যন্ত্রপাতিও রয়েছে। দেখতে পারবেন প্রাচীন ধাতব মুদ্রা। এখানে রয়েছে হাতে লেখা পবিত্র কোরআন শরিফ।
মক্কা জাদুঘরে রয়েছে পবিত্র মাকামে ইব্রাহীমের পদযুগলের ছাপ। রয়েছে কাবা শরিফের বহু বছরের পুরাতন দরজার লক।
আরো দেখবেন হাজরে আসওয়াদ পাথরের ক্যাসিং। সেইসঙ্গে পবিত্র কাবা শরীফের পুরাতন নকশার বেশকিছু চিত্র।
এছাড়া পবিত্র কাবা শরিফের পুরনো দরজার গিলাফও রয়েছে। রয়েছে দেখার মতো অনেক কিছুই। তাই সৌদি আরবে ঘুরতে গেলে জাদুঘরটি দেখতে ভুলবেন না।
সোমবার শুধু মহিলাদের জন্য খোলা থাকে।