গল্পকথায় লিপিকা ঘোষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দ্বিতীয়ার চাঁদ
ভোর বেলায় ফুল আর পাতায় জমা শিশির তুলছিল নীহারিকা। ঠাকুমা কার্তিকের শিশিরকে ‘ অমৃত বৃষ্টি’ বলতেন। এতে শ্বেত-চন্দন বেঁটে ভাইকে ফোঁটা দিলে যম-দুয়ারে নাকি কাঁটা পড়ে । শিশির ভেজা তুলো নিঙরাতে নিঙরাতে মন্ত্রটা মনে মনে আওড়ে নিচ্ছিল নীহার। একটু পরেই বাপের বাড়ি যাবে ভাইকে ফোঁটা দিতে। ছোট্ট বেলার সব স্মৃতিই ভাইকে নিয়ে –ছু কিতকিত খেলা,ধানের জমির আল ধরে ছোটা,শন ঘাসে গড়াগড়ি দেওয়া ,কাশ ফুলের গন্ধ খোঁজা, নারকেল ফুলের মালা গাঁথা, কলারপাতায় মাংস- ভাত খাওয়া, হ্যারিকেনের আলোয় পড়তে বসা! পূর্ণিমার আলোয় ঠাকুমার মুখে জয়দেবের পদাবলী শোনা!
মা বলতেন, “আমার নীহার -চন্দন!” বিয়ের দিন গলা ধরে কী কান্না ভাইয়ের,-“আমি একা হয়ে গেলাম দিদি!
হঠাৎ ভাসুরপোর কণ্ঠ , “কাকি,তোমাকে এখুনি মহেশপুর যেতে হবে। তাড়াতাড়ি এসো।” আওয়াজটা অশুভ ঠেকেছিল নীহারের ।
নীল হয়ে গেছে দেহ,নীহারের ফোঁটা পরে চন্দন গেল অমৃতলোকে । নীহারের মুখোমুখি ঝাপসা দ্বিতীয়ার চাঁদ ।