ক্যাফে কাব্যে লোপামুদ্রা চ্যাটার্জি

কবিতা গল্প উপন্যাস

কিছু মুহূর্ত আঁকা আছে আকাশে আকাশে
কিছু আছে মনে কিছু কল্পনায়
এসবের পারমিউটেশন কম্বিনেশনে
লিখছি প্রেম অপ্রেমের কবিতা, গল্প, উপন্যাস!

যা কিছু কানাকানি বিষাদ দুঃখ
চুরি করে নেওয়া কিছুক্ষণ
এর তার জীবন থেকে,
স্তুপ বানিয়ে ,করে চলেছি যোগ বিয়োগ গুনভাগ।

জীবন,
প্রাণপণে গোপন করছি তো ক্ষত!
হাসছি
শুনছি তানসেন ,জানছি ওমরখৈয়াম ,
ওল্টাছি কিতাব উল হিন্দ, বাবরনামা।

তারপরও
পালাব কোথায়!
চোখ বন্ধ করলেই শুনতে যে পাই ঘোড়াদের হ্রেষা
খুনি তৈমুরের পদভারে
খানখান মরুস্তব্ধতা!

সামনে এসে দাঁড়ালে ভুলে যাই কেন
হে মহান সভ্যতা .. তুমি যে আসলে খুনি ছিলে!
লুকিয়ে রাখা খন্জরে তুমি রক্তাক্ত করেছো
কত রমনীর নরম বুক..
দৃষ্টিতে যেটুকু ধরে তার বাইরেও আছে
টুকরো হয়ে পড়ে আছে কলিজা, সমুদ্রের তীরে।
রক্তে ক্লেদে প্রতিদিন নিঃশ্বাস অন্ধকারে
অক্সিজেনের খোঁজে মাথা কুটে মরে!

তবু
চোখ সরিয়ে ওসব থেকে
বিড়বিড় করে জপে চলি অমৃতের মন্ত্র ।
সুন্দরের মাস্কে
লুকিয়ে ফেলতে শিখে নিচ্ছি আমার আমিকে
কি ভালোই না এই নকল নকল খেলা!

মুহুর্ত গুলো জুড়ে জুড়ে দিয়ে
স্কোয়ার কিউব পুনরাবৃত্ত দশমিকে
লিখে চলেছি কবিতা গল্প উপন্যাস।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।