T3 || ঘুড়ি || সংখ্যায় লালন চাঁদ

নীরব কথা
আজও স্মৃতির আবহ জুড়ে নির্বেদ আকাশ
হৃদয়ে পাখা মেলে রঙিন ঘুড়ি
আজও নিঃস্ব শৈশব তুলে আনি রোদের আলপনায়
কতো কথা নিত্য গুছিয়ে রাখি পাঁজরের হাড়ে
কতো কথা ঘুড়ি হয়ে ওড়ে হৃদয়পটে
ফেলে আসি বিবর্ণ পাঠশালা
ফুটপাতে অনাথ শিশু
ভুখা পেট
আজও সব কষ্ট ঘুড়ির মতো ওড়ে নীরব কথার ভেতর।