T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় লাবনী বসু

সরীসৃপ
বারুদের গন্ধে মিসাইলের ছন্দে চাপা পড়ে গেল কত নির্বাক অনুভূতির আনাগোনা।
গলে যাওয়া বরফের স্রোত ভাসিয়ে নিয়ে গেল টুকরো টুকরো স্বপ্নের সামিয়ানা।
পাশবিকতার আঁচড়ে ছিন্নভিন্ন
নিথর মনুষ্যত্ব আজ ধরাশায়ী।
কাব্যরা আজ আদিমতার নাগপাশে বন্দী
অসহায় নাগরিকত্ব রূপান্তরিত পরিযায়ী।
বারুদের আস্তরণে চাপা ধমনীর সচলতা ইতিহাস ভিজে যাবে হৃৎপিন্ডের আর্তনাদে।
শহরের ঘুম জমা সাইরেনের চোঙায়
নীরবতার গভীরতার ভাষা তীব্র প্রতিবাদে।
আগামীর নিঃশব্দ ঢালুপথ প্রশ্নের কষাঘাতে জর্জরিত যন্ত্র জীবনের প্রগতি।
মেরুদন্ডের জমা তরল পেয়েছে মুক্তির স্বাদ
সরীসৃপের মতো তীব্র তার অবাধ গতি।