মার্গে অনন্য সম্মান খুশি সরকার (সর্বোত্তম)
by
TechTouchTalk Admin
·
Published December 30, 2020
· Updated May 20, 2022
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ২৫
বিষয় – চড়ুইভাতি
মুক্তি পিয়াসী মন
আজ যন্ত্রের জৌলুস সভ্যতার শরীর জুড়ে
জাঁকজমকপূর্ণ যন্ত্রের আভিজাত্যে ঠাসা অন্তর,
উৎকট বারুদের গন্ধে রুদ্ধশ্বাসের উপক্রম
বাঁচার আশ্বাসের নাভিশ্বাসেও ভুবন সুন্দর।
হোক না বিষবাষ্পে দমবন্ধে রুদ্ধ জীবন
তবুও বিশ্বায়নের ভগবানের খোঁজে মন বিরাম,
দু’দণ্ড বনলতা সেনের সান্নিধ্যে মন
যন্ত্রণায় অতিষ্ঠ আত্মা চায় আনন্দে আরাম।
আনন্দের আস্বাদনে নিরবচ্ছিন্ন আন্তর প্রেরণা
উঁকি মারে গাছের ফাঁকে সূর্যের মতো,
যান্ত্রিক চাকায় পিষ্ট সময় ক্লান্ত অবসন্ন
তবুও মনে জাগে পূর্ণতার বাসনা শত।
অনাবিল আনন্দের লিপ্সু মন মুক্তি পিয়াসী
মুক্তির সাধনায় ফাঁক খোঁজে অবিরত,
হঠাৎ ভেসে আসে কুয়াশায় চড়ুইভাতির ঘ্রাণ
অঘ্রানের ফসল কাটা শূণ্য মাঠ রোমাঞ্চিত।
নবান্নের নব স্বাদে দীপ্ত কাকের চোখ
ঝা চকচকে ঠোঁটে অপেক্ষার প্রহর গোনে,
আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাসে রামধনুর বর্ণালী
চড়ুইভাতিতে দু’চোখ ছবি আঁকে হরষিত মনে।
চড়ুইভাতি আনন্দমুখর আত্মিকতার দৃঢ় বন্ধন
ব্যস্ত জীবন জনারণ্য ছেড়ে নিখাদ রসাস্বাদে,
খোঁজে পাহাড়-সমুদ্র বন কিংবা নদীর ধার
অপূর্ণ মানুষের পূর্ণতা পায় মিলনের আস্বাদে।
একাকীত্বে অসহায় মানুষের সঙ্গী মানুষই
একাকী ভোগে মানুষ সদা আনন্দহীন,
আন্তরিক টানের ঔৎসুক্যে সৌন্দর্য পিয়াসী মন
চাতক চাওয়ায় শুনে পিকনিকের বীণ।
শোনা যায় পাতাঝরার মর্মর ধ্বনির আহ্বান
“এসো দোহে মিলে গাই জীবনের গান”,
জটিল জীবনের যন্ত্রনা ধুয়ে বাঁচার মন্ত্রে
আনন্দ পিয়াসী মনে ঢেউ তুলে আবেগের বান।
অসীম আবেগে কভু মন দিশাহীন আত্মহারা
অপরিণামের জোয়ারে কভু ডেকে আনে সর্বনাশ,
উদ্দাম উচ্ছ্বাসে ভেঙে ফেলে মনুষ্যত্বের বেড়া
কুড়িয়ে আনা ঘৃণ্য মনে কভু জমে হা-হুতাশ।
চড়ুইভাতিতে কভু উল্লাসে অশালীন আচরণ
কভু অশোভনীয়তার বিবেক- বিচ্ছেদ আধমরা,
পঙ্কিল আবর্তিত আবহে চড়ুইভাতি কভু ভয়াবহ
কভু সমাজ দেহে প্রবেশ করায় দুরারোগ্য জরা।
চড়ুইভাতিতে আনন্দময় মন মুক্তির আবাহনে
নিত্য যন্ত্রণাক্লিষ্ট একঘেঁয়েমি বিদূরণে,
অন্তরে তার মিলনের মহৎ কামনা বাসনা
অনাবিল আনন্দ জাগে স্বাধীনতার শিহরণে।
চড়ুইভাতি আত্মায় আত্মায় ভাব বিনিময়ের উল্লাস
ক্ষণিক আনন্দে জুড়ায় কর্মমুখর জীবন যন্ত্রনা,
বাঁধনহারা জীবনের অনন্ত অসীমের বিস্তারে
অমলিন হাসি গানে নব চেতনায় বাঁচার আশ্বাস।