মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯২
বিষয় – মানবিক
মানবিক বৈশিষ্ট্যে শিক্ষা
শিক্ষা আজ কোন্ পথে ধায় ?
অবাক বিস্ময় দেখি বার বার।
বস্তাপচা শিক্ষায় ডিগ্রী কেনার ঝোঁক
বৈশিষ্ট্যহীন ভিত্তিতে উপলক্ষ উপাচার।
চটি চটি বই গাল-গল্পে ভরা
নেই ধর্ম ধারণার কথা।
আদর্শ কি বা কেন অজানা
অথচ হাজারো প্রশ্নের মাথা।
শ্রেষ্ঠ বলতে কাকে বোঝায়?
কেমন করে চিনবো তাকে।
নেই লেখা কোথাও বর্তমানে
জানার আগ্রহ সুপ্তই থাকে।
যতসব বর্ণনার বাহারে ভরা
বই হাতে ছবির আকর্ষণে।
নীতি-নৈতিকতা, অভ্যস্ত সংস্কার
নেই লেখা কোথাও বর্তমানে।
সতী নারীর ব্যাখ্যার় সংকীর্ণতায়
অতীতের সাবিত্রী, বেহুলার স্মরণ।
সতীত্ব রক্ষার উপায় অনুমান
সতীত্ব মানুষকে করে কেমন?
পারিবারিক শান্তি রক্ষার পথ
কিংবা উন্নতির সোপান কি?
সুসন্তান পাওয়ার ব্যগ্রতা মনে
কিন্তু লাভের পথে ফাঁকি।
কোন্ শিক্ষায় শিশুর ভবিষ্যৎ?
তাতেও আমাদের বিভিন্ন মত।
শৈশবের শিক্ষার মজবুতি বুনিয়াদে
শিশু হয় মানবিক,সৎ।
রোজগারের দিকে চিলনজর সবার
সঞ্চয়ের নিয়ম জানা নেই।
অন্যের দেখে লোভাতুর মোরা
কষ্ট দূরে অনীহা অনেকেই।
চাকরির নেশায় বিদ্যার্জনে ঝোঁক
অধীত বিদ্যা চরিত্রগত নয়।
শিক্ষার যোগ্যতা হয়তো অনেক
কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে শূন্যময়।
মানবিক বৈশিষ্ট্যকে বজায় রেখে
প্রকৃত শিক্ষার ভিত্তি স্থাপন।
এমন শিক্ষাতেই নিজের, সমাজের
শ্রী ও মঙ্গলের সুন্দর মিলন।