মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৮
বিষয় – সমাজ

অসুস্থ সমাজ

অসুস্থ এই সমাজদেহ নানা রোগের শিকার,
দিনে দিনে বাড়ছে যে তার ক্রনিক রোগের বিকার।
চারিদিকে সুস্থ লোকের বড্ড যে আজ অভাব,
মানুষ হয়েও মানুষের ন্যায় নেই চরিত্র স্বভাব।

সার্থকেন্দ্রিক মানুষ সমাজ করছে কলুষিত,
স্বার্থের নেশায় মান হুঁস হারাচ্ছে সে অবিরত।
সমাজ নামক প্রতিষ্ঠানের সকল রকম নীতি,
ভাঙছে মানুষ নিজ খেয়ালে করে গে অর্থ গীতি।

শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য সবি আজ রসাতলে,
বুনোর মত জৈবিক চাওয়ায় ঘুরছে বনজঙ্গলে।
লোমস থাবা বসাচ্ছে সে একটু সুযোগ পেলে,
মুখোশধারির মুখোশটা ওই উঠছে ডানা মেলে।

নীতিহীন ওই অন্যায় কর্মে নিত্য লিপ্ত হয়ে,
সমাজদেহের বুকের উপর চলছে সদা বয়ে,
সৎ মানুষের কঠিন দশা এই অসুস্থ সমাজে,
শোষণ শাসন নিপীড়নে ব্যথা শুধু বাজে।

প্রতিবাদ ভাই করতে গেলে বন্দুক রাখে ঘাড়ে,
সত্যান্বেষীর মুন্ডু কেটে ফেলে নদী পুকুর ধারে।
প্রাণের ভয়ে মুখ খুলে না ত্রাসে সদা বাঁচে,
অসুস্থ এই সমাজে দুর্নীতিবাজ খড়্গ নিয়ে নাচে।

নিয়ম নীতি শ্রদ্ধা ভক্তি সাত সমুদ্র পাড়ে,
কুরআন পুরাণ বেদ-বেদাঙ্গ উপনিষদের নেই ধারে।
স্বার্থপর সব মানুষগুলো ভাবে নিজের কথা,
আর্ত পীড়িত ওই অসহায়দের বোঝে না তো ব্যথা।

সমাজ মা নেই অনেক মানুষের বাস একসাথে,
একে অন্যের দুঃখ ব্যথায় হাত রাখবে অন্যের হাতে।
সেই কথা আজ ভুলে মানুষ বিচ্ছিন্ন এক দ্বীপ,
একা একা সুখের খোঁজে সদায় ফেলে ছিপ।

সর্বোত্তম সুখী হতে অন্যে ভাবে কেবল শত্রু,
দিনে দিনে হারাচ্ছে তাই প্রাণের পরম মিত্র।
ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত সবাই সমাজ বন্ধু,
মিটমিটে ওই তারার মাঝে ভাবে নিজে ইন্দু।

পারস্পরিক আদান-প্রদান করেই বাঁচে মানুষ,
সমাজের সেই মদ্যাকথা ভুলে হারাচ্ছে মান হুঁস।
তাইতো নিত্য সমাজ বক্ষে অনৈতিকতার ঝড়,
অশান্তির ওই আগুনে পুড়ছে সবার প্রাণের ঘর।

কলুষিত এই সমাজে লক্ষ্যহীন দিকভ্রষ্ট যুবকেরা,
বেকারত্বের হতাশায় ড্রাগ আসক্ত পান করে সূরা।
ছোট্ট শিশুর ছোট্ট পিঠে বড্ড ব্যাগের বোঝা,
খেলাধুলা শিখে তুলে স্কুল দেখে সোজা।

একাকিত্বের অসুখে তাই মোবাইল পায় হাতে,
খারাপ ভালো সবই দেখে অকালপক্ক সাথে।
শুভবুদ্ধির যে কয়জন আজও আছি মোরা,
এসো বন্ধু সমাজ শোধন করি জোড়া জোড়া।

নইলে এই দুর্গন্ধে ভাই প্রাণ হবে ওষ্ঠাগত,
সুস্থ সমাজ গড়তে এখনই হ‌ই সবে রত।
দায়সারা ঐ মনোভাবে যদি কর্তব্যে দাও ফাঁকি,
আগুনের ওই গনগনে আঁচে তুমিও পুড়বে না কি?

এই সমাজকে সুস্থ রাখার দায় যে তোমার আমার,
মিলেমিশে করলে শোধন আমার সুস্থ আবার।
ক্ষণিকের এই খেলাঘরে বাঁচবো সবাই সুখে,
বাদ প্রতিবাদ আন্দোলনে অন্যায়ে দাঁড়াবো রুখে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।