মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৫
বিষয় – মাইকেল মধুসূদন
নবযুগের স্রষ্টা শ্রীমধুসূদন
নবজাগরণের বাণীদূত বিপ্লবী বীর তুমি,
নবযুগের বার্তাবাহী সার্থক কবি শ্রী মধুসূদন।
তোমার বক্ষে গভীর আত্মপ্রত্যের অগ্নিজ্বালা,
নাট্যকার রূপে প্রথম বাংলা সাহিত্যে পদার্পণ।
জন্ম তোমার আঠারো’শ চব্বিশের পঁচিশে জানুয়ারি
যশোর জেলার কবতক্ষ তীরে সাগরদাঁড়ি গ্রামে।
ফারসিবিদ্ পিতা কলকাতার উকিল রাজনারায়ণ
মাতা পৌরাণিক জ্ঞানঋদ্ধা পুণ্যবতী জাহ্নবী নামে।
ধনী পিতার অর্থ প্রাচুর্য প্রশ্রয়ে বাহুল্য চর্চা বাল্যেই
তুমি স্বেচ্ছাচারী বিলাসী অমিতব্যয়ী মেধাবী।
দেশীয় সংস্কৃতি ঐতিহ্যে আগ্রহী ছিলে মাতৃচ্ছায়ায়
দ্বৈত সংস্কার পুষ্ট অনিতিক্রম্য তোমার নিয়তি।
হিন্দু কলেজেই রিচার্ডশনের শিল্পগুণে মুগ্ধ তুমি
সাময়িক পত্রিকায় করলে ইংরেজি কবিতার প্রকাশ।
বিশপ’এ হোমার ভার্জিল দান্তে মিলটন পরিচিতি
গ্রীক ল্যাটিন হিব্রু সংস্কৃত ভাষায় জ্ঞানের বিকাশ।
অশান্ত বিক্ষুব্ধ ঘটনাবহুল ছিল তোমার জীবন,
শিক্ষক সম্পাদক পুলিশ বহু বিচিত্র ছিল পেশা।
ইংল্যাণ্ডে অর্থসংকটেও করেছো ব্যারিস্টারি পাস,
জার্মান পর্তুগিজ ইতালি ভাষার দক্ষতা অর্জন নেশা
আধুনিক কাব্যধারার প্রাণ প্রতিষ্ঠা করেছো তুমি,
‘ক্যাপটিভ লেডি’ কাব্যগ্রন্থ প্রকাশ ইংরেজি ভাষায়।
বাংলা কাব্যে তোমার আবির্ভাব ধুমকেতুর মতো,
যুগান্তর সাধন করেছো দীপ্ত আলোক ছটায়।
‘তিলোত্তমা সম্ভব’ সৌন্দর্যপিয়াসী মনের পরিচয়,
রোমান্টিক কবি মনের প্রথম কলধ্বনি তিলোত্তমা।
নতুন দেশ আবিষ্কারের মত অমিত্রাক্ষর ছন্দ উদ্ভাবন,
পাশ্চাত্য প্রভাবিত নতুনত্বের আর নেই উপমা।
তোমার প্রতিভার শ্রেষ্ঠ ফসল ‘মেঘনাদবধ’ মহাকাব্য,
ব্যক্তিস্বাতন্ত্র্যে রোমান্টিক গীতিপ্রবণতা আধুনিক।
দেবপ্রীতির পরিবর্তে গেয়েছো মানবতার জয় গান,
বৈচিত্র্যময় কাব্যরসের সপ্তসিন্ধু মন্থনে বিশ্বনাবিক।
‘ব্রজাঙ্গনা’য় তোমার রোমান্টিক প্রেমের ব্যঞ্জনা,
করেছো ইতালিয় মিশ্র ছন্দের অনুসরণ।
প্রথম স্থান অধিকারী তুমি প্রথম পত্রকাব্য রচনায়,
পৌরাণিক নায়িকার আধুনিক প্রেম মহিমায় উত্তরণ।
ফ্রান্সের ভার্সাই অবস্থানে করেছো সনেট রচনা,
চতুর্দশপদী কবিতাবলী তোমার হাতেই প্রথম সৃষ্টি।
পৌরাণিক ভাব ভাষা ছন্দ কাহিনী অবলম্বিত,
দেশীয় সংস্কৃতি ঐতিহ্যেও ছিল তোমার সমান দৃষ্টি।
প্রথম ঐতিহাসিক ট্রাজেডি রচনাতেও তুমি প্রথম,
সার্থক বিয়োগান্ত নাটক তোমার কৃষ্ণকুমারী।
প্রহসনের প্রথম স্রষ্টা হিসেবে তুমি পথপ্রদর্শক,
নতুনত্বের অভিনবত্বে সাহিত্যে অবদান যুগান্তকারী।