T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় কবিতা সামন্ত

ভাঁজ করে রাখি অযাচিত যন্ত্রণা
বুকের ভেতর ভাঁজ
করে রাখি অযাচিত যন্ত্রণা।
কখনও এক সময় ফসকে যাওয়া
পা-টা ধরে টেনে ছিলে বলেই
আজও বেঁচে আছি।
বেশ টের পেয়েছিলাম তুমিও হলুদ হয়ে
ঝরে পড়ছিলে ক্ষতবিক্ষত হৃদয়
নিয়ে বৃক্ষের শাখায় জড়িয়ে নিতে চাইছিলে
ঝরে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত।
কেমন যেন অরণ্যে দিশাহারা মণিহারা
ফণীর মতো ঝিমিয়ে পড়তে পড়তেও
বিশল্যকরণীর ছুঁইয়ে দিয়েছিলে।
কি জানো তো?
ঝরে যাওয়া পাতা যেমন বৃন্তে লেগে আবার
সবুজ হয়ে ওঠেনা তাকে বড় জোর তুলে রাখা যায়…
অল্পতেই ভেঙে যায়…
ঠিক তেমনি কোথাও যেন শুকনো পাতার মর্মর যন্ত্রণা ভেতর ভেতর ভেঙে দেয় মাঝে মাঝে!
তোমার বিশল্যকরণী ছোঁয়ায় বেঁচে আছি…
বুকের ভেতর আলনায় ভাঁজ করে রাখা যন্ত্রণা নিয়ে।