• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার   

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৭
বিষয় – জ্যৈষ্ঠের দাবদাহ / পাহাড়ী ঝর্ণা

দারুণ অগ্নি বাণে

জ্যৈষ্ঠের ঠা ঠা রোদ্দুরে দুঃসহ দগ্ধ জীবন
আকাশে অগ্নিবর্ণ সূর্যের দারুণ অগ্নি দহন,
তাপদগ্ধ ধরার শুষে নেয় হৃদয়ের সব রস
ফাটলে ফাটলে চৌচির ব্যথা বক্ষে বহন।
বেদনা মলিন নীরস বুকে পড়ে আছে মাঠ
খাল-বিল পুকুরের বুক তৃষ্ণায় ফাটে,
দাবদাহের দাপটে চারিদিকে হাহাকার ধ্বনি
নিঃসীম নির্জনে ক্লান্ত মন একা পথ হাঁটে।
অগ্নিক্ষরা রোদে তৃষ্ণার্ত ঠোঁটে আকাশ পানে
চেয়ে আছে গাছগাছালি মানুষজন পশুপাখি,
মুক্তি পিয়াসী মন আলস্যের আধশোয়া আলয়ে
দুঃসহ গরমে জানলায় মুখ রাখে একাকী।
জনহীন পথ ঘাট নদী প্রান্তর মাঠ তপ্ত রোদে
ধরণী তৃষ্ণার্ত বুকের জ্বালায় ফেলে দীর্ঘশ্বাস,
নৈঃশব্দে শ্রবণে পশে না পাখির কলকাকলি
কঠিন কঠোর তপস্যায় অটবির আপনাতে বাস।
বিকেলের মুহূর্ত গোনে ক্লান্ত পাখি নির্জনে বসে
চাতক বৃথাই ওড়ে রোদে-পোড়া আকাশের তলে,
অসহ্য গরমে গরু জাবর কাটে গাছের ছায়ায়
তাপিত তনুতে সারমেয় শুয়ে আছে কাদা জলে।
উদাসী বাতাস যেন পাক খায় অভিমান ভারে
ক্লান্ত করুণ স্বরে ঘুঘু ডাকে পাতার ফাঁকে,
খরকুটো ধুলোবালি শুকনোপাতায় নাচে ঘূর্ণি
মরুবালিকার মতো শন্ শন্ বন্ বন্ হাঁকে।
দীর্ঘ দুপুরে ঝালাপালা মরমে ক্লান্তি নামে দু’চোখে
ক্ষনিকের আলস্য মাঝে মন হারায় কল্পনার জগতে,
কর্মহীন অবসরে কত স্মৃতি কত কথা মনে পড়ে
অনন্ত শূন্যতায় যেন মহাপ্রলয় ভাসে ইঙ্গিতে।
নীরস শুষ্ক প্রকৃতির বুকে বিষন্ন বেদনা বাজে
অকারণ ব্যথায় যেন মন কেঁদে ওঠে,
খেয়াঘাট পার হয়ে তপ্ত বালি ভেঙে ফিরে যারা
পদচিহ্ন পড়ে আছে তাদের চরা রোদ পিঠে।
অলস মধ্যাহ্নে কল্পনার জালে কত ছবি আঁকে
উড়ে চলে মন দুর্গম অরণ্য গিরি ছুঁয়ে ছুঁয়ে,
বাস্তবের রূঢ়তায় প্রচণ্ড দাবদাহে পোড়ে জীবন
শীতল পরশে আঁখি জল পড়ে চুয়ে চুয়ে।
ক্রমে সরে সরে গেলে মধ্য গগনের আঁচ
স্বপ্নের মায়াজাল মুহূর্তে খান খান হয়ে ঝরে,
নিশির ঘুম ঘোর ছিঁড়ে পদ্মের পাপড়ির মত
জেগে ওঠে মন আবার নতুন আশার তরে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।