দীর্ঘ দুপুরে ঝালাপালা মরমে ক্লান্তি নামে দু’চোখে
ক্ষনিকের আলস্য মাঝে মন হারায় কল্পনার জগতে,
কর্মহীন অবসরে কত স্মৃতি কত কথা মনে পড়ে
অনন্ত শূন্যতায় যেন মহাপ্রলয় ভাসে ইঙ্গিতে।
নীরস শুষ্ক প্রকৃতির বুকে বিষন্ন বেদনা বাজে
অকারণ ব্যথায় যেন মন কেঁদে ওঠে,
খেয়াঘাট পার হয়ে তপ্ত বালি ভেঙে ফিরে যারা
পদচিহ্ন পড়ে আছে তাদের চরা রোদ পিঠে।
অলস মধ্যাহ্নে কল্পনার জালে কত ছবি আঁকে
উড়ে চলে মন দুর্গম অরণ্য গিরি ছুঁয়ে ছুঁয়ে,
বাস্তবের রূঢ়তায় প্রচণ্ড দাবদাহে পোড়ে জীবন
শীতল পরশে আঁখি জল পড়ে চুয়ে চুয়ে।
ক্রমে সরে সরে গেলে মধ্য গগনের আঁচ
স্বপ্নের মায়াজাল মুহূর্তে খান খান হয়ে ঝরে,
নিশির ঘুম ঘোর ছিঁড়ে পদ্মের পাপড়ির মত
জেগে ওঠে মন আবার নতুন আশার তরে।