মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৩
বিষয় – দেশভক্তি

প্রকৃত দেশভক্ত তুমি

তোমার দেশভক্তির নজির বিরল এই দেশে
ঘরের আরাম সুখশয্যা ত্যাগী বীর তুমি,
বন্দিনী মায়ের অশ্রু মুছতে অস্থির ছিলে মনে
জন্মদিনের স্মরণে শ্রদ্ধায় তোমার চরণ চুমি।

দেশপ্রেমে উজ্জীবিত ছিলে বাল্যকালেই
বাঙালির জাতীয় পোশাক পরেছো পাঞ্জাবি ধুতি,
খেলাধুলার ফাঁকে করেছো অসুস্থের সেবা তুমি
ওটেন সাহেবের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদী।

দেশবন্ধুর শিষ্যত্বে সংগ্রামে নিবেদিত মহৎপ্রাণ
কারাবরণ নির্যাতন সহ্যে অসীম দেশভক্তি,
দায়িত্বশীল পদে তোমার উজ্জ্বল কর্মপ্রতিভায়
বুঝেছিলে গান্ধীবাদে আসবে না দেশের মুক্তি।

কংগ্রেসী সভাপতির পদত্যাগ করেছো অনায়াসে
একাকী গঠন করেছো ‘ফরোয়ার্ড ব্লক’ দল,
দ্বিতীয় বিশ্বযুদ্ধকাল বেছে নিলে স্বাধীনতা সংগ্রামে
গৃহত্যাগে নিরুদ্দিষ্ট ছদ্মবেশের তল।

কি অসীম দুঃসাহসী তুমি বিদ্রোহের অগ্নি শিশু!
প্রকৃত দেশভক্তির জ্বলন্ত অগ্নিশিখা।
ছুটেছো খধূপের মত কাবুল-মস্কো-বার্লিন-সিঙ্গাপুর
রক্তদানে উদাত্ত আহ্বান কি অপরিসীম মমতামাখা!

তেজোদীপ্ত অগ্নিগর্ভ সেই “দিল্লি চলো” ধ্বনি
তোমার বজ্রনিনাদে প্রকম্পিত ইম্ফল প্রাঙ্গণ,
ইংরেজ সেদিন হলো জবরদস্ত ভীতিবিহ্বল
আন্দামানে করলে তেরঙ্গা পতাকা উত্তোলন।

যুদ্ধে জাপানের বিধ্বস্তে পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ
হলো আজদ হিন্দ সরকারের অসহায় পতন।
দুঃখে কষ্টে হতাশায় স্বপ্নভঙ্গে নিরুদ্দেশে পাড়ি,
প্রচার তাইহোকু বিমান দুর্ঘটনায় তোমার মৃত্যুবরণ।

তুমি নেতাজি মানবতার পূজারী মানবপ্রেমিক
অধ্যাত্ম সাধনায় বিবেকানন্দের উত্তর সাধক।
অত্যুজ্জ্বল দেশভক্তি তোমার অতুলনীয়
চিরভাস্বর কীর্তির অধীস্বর উন্নতশির দেশনায়ক।

তুমি সত্যদর্শী সৎকর্মী সত্য পথের যাত্রী
সত্যে অধিষ্ঠিত ভক্তির গাঢ়ত্বে জাগে প্রেম।
সেই প্রেমে উদ্দীপ্ত তোমার আসল দেশভক্তি
স্বার্থগন্ধহীন মানবাত্মায় দেশভক্ত তুমি নিখাদ হেম।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।