মার্গে অনন্য সম্মান খুশী সরকার (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৫
বিষয় – ভাইফোঁটা
ভাই-বোনের সুরক্ষা কবজ
ভাইফোঁটা সামাজিক সংস্কারে
আনন্দময় এক ঘরোয়া উৎসব,
ভাই-বোনের অচ্ছেদ্য বন্ধনের ভিতে
ভালোবাসাময় নিবিড় কলরব।
সম্প্রীতি সৌহার্দ্যময় সুন্দর ইমারতে
ভাইফোঁটার আন্তরিক ভিত্তিপ্রস্তর,
ভাইয়ের জীবন সুরক্ষার কবজে
বোনের মুখে ফোঁটা দানের দৃঢ় মন্তর।
কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
অনুষ্ঠিত ভাইফোঁটাই ভাতৃদ্বিতিয়া,
পশ্চিম ভারতে ভাইদুজ নামে পরিচয়
মহারাষ্ট্র, কর্ণাটক আর গোয়া।
দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে নাম
ভাইটিকা,যমদ্বিতীয়াই পরিচিত,
বোন যমুনার হাতে যমকে ফোঁটা
মৃত্যু রোধে যমদ্বিতীয়া বিশেষে খ্যাত।
নরকাসুর বধে কৃষ্ণের ভালে
সুভদ্রা বোনের হাতে ভাই ফোঁটা,
চন্দন, দধি, শিশির সিক্ত চিহ্নে
কপালে জয়তিলকের রঙ ছটা।
ভাইয়ের অমরত্ব দানের সুতীব্র ইচ্ছায়
ঘরে ঘরে ভাইফোঁটার অধিক প্রচলন,
ধান, দূর্বা ঘাসের শীষ মাথায় রেখে
দই শিশির চন্দন মিশিয়ে ফোঁটা অঙ্কন।
যথাসাধ্য উপহার বিনিময়ে ভাইফোঁটা
রীতির পার্থক্য থাকলেও লক্ষ্য অভিন্ন,
বেদ-পুরাণে ভিত্তিহীন লোকাচার রূপে
তবুও ভিন্ন উপাখ্যানে উদ্দেশ্য অভিন্ন।
ভাই বোনের অকৃত্রিম প্রীতি শুভেচ্ছায়
শঙ্খ,উলুধ্বনিতে আনন্দময় ভাইফোঁটা,
মত পথের পার্থক্য থাক না যতই
তবুও বিশ্বাসের গভীরে শীতল নিবিড়তা।